সাতক্ষীরার কলারোয়ার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি আলোচিত তৃতীয় লিঙ্গের সেই কাউন্সিলর প্রার্থী দিথী খাতুন অবশেষে জয়লাভ করেছেন। নির্বাচনে অংশগ্রহণকারি প্রতিদ্বন্দ্বি অপর চার প্রার্থীকে হারিয়ে নারী কাউন্সিলর হিসেবে তিনি জয়লাভ করেন।
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুনকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই দিথী খাতুন এবারের নির্বাচনে ২১৭৯ ভোট পেয়ে কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করলেন।
গণমাধ্যমের কল্যাণে কাউন্সিলর প্রার্থী দিথী খাতুন সবখানেই ছিলেন পরিচিত মুখ। আলোচিত প্রার্থীও বটে। সকলেই জেনে গিয়েছিলেন এই প্রার্থীর নাম। নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুনের নির্বাচনী প্রতীক ছিল আংটি। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই প্রার্থী এ নির্বাচনে কেমন করবেন তা নিয়ে সর্ব শ্রেণীর ভোটারদের মধ্যে ছিল ভীষণ আগ্রহ।
বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কলারোয়া পৌরসভার দ্বিতীয় নির্বাচনে দিথী খাতুন প্রথম বারের মত চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হন। সেই নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। এবারো অদম্য দিথী খাতুন নির্বাচনে অংশগ্রহণ করেন আংটি প্রতীক নিয়ে। আর দ্বিতীয় প্রচেষ্টায় শেষ হাসিটি তিনিই হাসলেন। এই সংরক্ষিত আসনে তার প্রতিদ্বন্দ্বি অপর চার প্রার্থীরা ছিলেন, আনারস প্রতীকে মোসাঃ শাহানাজ খাতুন, চশমা প্রতীকে রূপা খাতুন, জবাফুল প্রতীকে হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন।
দিথী খাতুনের আশা ছিল, তিনি এবার নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাবেন। তার বিশ্বাস, জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সমাজের মূলধারায় চলে আসা। মানুষ হিসেবে মানুষের পাশে থেকে সেবা করা। সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে তারাও যে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারেন সেটা প্রমান করার জন্যই মূলত তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এনএম