খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

কলারোয়ার প্রাচীনতম মন্দিরে সস্ত্রীক ভারতীয় উপ-হাইকমিশনার

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরা কলারোয়ার ১০০ বছরের প্রাচীনতম ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে রাধা মাধবে পূজা দিয়েছেন ভারতীয় উপ-হাইকমিশনার সুরেশ রাইনা ও তার সহধর্মিণী নন্দিতা পাল।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ দিকে কলারোয়ার সোনাবাড়ীয়ার শ্যামসুন্দর মন্দির পরিদর্শন কালে ভারতীয় উপ-হাইকমিশনার বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে রাণী রাশমণি, রামকৃষ্ণ পরমহংসদেব সহ গুণী ব্যাক্তিত্বের আগমন ঘটেছে এ মন্দিরে। তবে এখানে পর্যটকদের বিশ্রামের জন্য কমিউনিটি হলরুম কেন্দ্র নির্মাণ প্রয়োজন। পাশাপাশি প্রাচীনতম এ মন্দিরের অবশিষ্ট অংশ যাতে আর ধ্বংস না হয়ে যায় এজন্য প্রাচীন চুন সুরকির ঐতিহাসিক শৈল্পিক এ ঐতিহ্য রক্ষার্থে পরিচর্যার সাথে পাঁচিল নির্মাণ প্রয়োজন। ১০০বছরের প্রাচীন এ মন্দিরটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনৈতিকভাবেও রাজস্ব পাবে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। রক্তের বিনিময়ে বাংলা ভাষার সংস্কৃতি রক্ষা করেছে বাঙালিরা সেই দেশের প্রাচীন সকল ঐতিহ্য রক্ষায় সরকার অগ্রণী ভূমিকা রেখে কাজ করছে। বাংলাদেশ সরকার অবশ্যই শ্যামসুন্দর মন্দিরটির উন্নয়ন ও পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ভারত আপন দুই ভাইয়ের মত বসবাস করে। ধর্মীয় এ মন্দিরকে পর্যটক কেন্দ্র নির্মাণের জন্য চারিধারের দেওয়াল/প্রাচীর ও আভ্যন্তরীণ উন্নয়নের চাহিদা প্রকল্প দেওয়া হলে ভারত থেকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

শ্যামসুন্দর মন্দিরের পূজারী দেব প্রসাদ চৌধুরী মন্ত্র পাঠ করে পূজা পরিচালনা করেন।

শ্যামসুন্দর মন্দিরটি বাংলাদেশের দক্ষিণে সাতক্ষীরা জেলা সদর থেকে ২০ উত্তর পশ্চিমে কলারোয়া উপজেলার সীমান্ত অঞ্চল সোনাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর (মঠ বাড়ি) মন্দির নামে পরিচিত।

পরিদর্শন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামসুন্দর মন্দির কমিটির সভাপতি দেব প্রসাদ চৌধুরী।

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভারতীয় উপ-হাইকমিশনার সুরেশ রাইনার সহধর্মিণী নন্দিতা পাল, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কলারোয়া সাব ইন্সপেক্টর এসআই বাকি বিল্লাহ, সাতক্ষীরা পুলিশ লাইনের প্রটোকল অফিসার সাব ইন্সপেক্টর আজিজুল ইসলাম, এএসআই সেলিম রেজা, নুরুজ্জামানসহ পুলিশের চৌকস টিম, উপজেলা হিন্দ বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, জগবন্দু নন্দী, জগদীশ পাল, লক্ষমণ কুমার পাল, সুজন বাবু, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য আলামিন, কলারোয়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী লক্ষণ বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান চলাকালীন ভারতীয় হাই কমিশনের নিকট সহযোগিতা চেয়ে স্মারক তুলে দেয় শ্যামসুন্দর মন্দিরের সভাপতি দেব প্রসাদ চক্রবর্তী।

এ সময় হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভারতীয় উপ হাইকমিশনার নিকট মন্দিরটি সংস্কারের দাবি জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!