সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ দূষণকারী দুটি ইট ভাটায় টাস্কফোর্সের অভিযানে চার লক্ষ টাকা জরিমানা ও এক কোটি টাকা মূল্যের পঁচিশ হাজার মন কাঠ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় ভাই ভাই ব্রিক্স ও সরদার ব্রিকস নামের দুটি ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় পরিবেশ দুষন করে দুটি ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট তৈরী করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস ওই দুটি ভাটায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ দুষন এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লক্ষন করায় ধারা ১৫ (১) মোতাবেক ভাই ভাই ব্রিকস এর মালিক মোঃ শাহাদাত হোসেনকে দুই লক্ষ টাকা এবং সরদার ব্রিকস এর মালিক মোঃ আরিফুর রহমানকে দুই লক্ষ টাকা জরিমান করা হয়।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসজি, জি এর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে উভয় প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে কাঠ ব্যাবহারের জন্য বিপুল পরিমাণ কাঠ মজুদ পাওয়া যায়। এ সময়ে পরিবেশ আইন লঙ্ঘন করে ইট ভাটায় কাঠ ব্যবহারের নিমিত্তে মজুদ রাখার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ভাই ভাই ব্রিকস এর ২০ হাজার মন এবং সরদার ব্রিকস এর ৫ হাজার মন কাঠ জব্দ করে। যার সিজার মূল্য প্রায় এক কোটি টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/ টিএ