করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে মোবাইল ফোনে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের সমন্বয়ে টেলিমেডিসিন সেবা প্রদান টিম গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজনবোধে পরামর্শের জন্য নিম্নলিখিত চিকিৎকদের টেলিসেবা নেওয়ার আহ্বান জানানো যাচ্ছে। কোনো কারণে ফোন কলে যোগাযোগ ব্যর্থ হলে মোবাইল মেসেজে নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে যোগাযোগের অনুরোধ করা হলো।
এর আগে করোনার প্রথম ধাপে টেলিমেডিসিন সেবা চালু করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।