খুলনা, বাংলাদেশ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন
  কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত অন্তত ৩
  জামায়া‌তে ইসলামী হিন্দু‌দের ম‌ন্দির- প্রতিমা ভাংচুর ক‌রে না, আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক এই অপকর্ম ক‌রে : গোলাম পরওয়ার
  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  স্টেশনে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বার্তা : তদন্তে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনায়

আড়াই মাস পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

গেজেট ডেস্ক

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো প্রাণহানি ঘটেনি। ফলে প্রায় আড়াই মাস পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য একটি দিন কাটালো বাংলাদেশ। এর আগে সবশেষ গত ৪ অক্টোবর দেশে ডেঙ্গুতে কোনো প্রাণহানি হয়নি।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে দেশে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

পাশাপাশি গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৫২ জন ছাড়াও খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪, রাজশাহী বিভাগে ২০, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং রংপুর ও সিলেট বিভাগে দুইজন করে মোট ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮৭৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!