করোনা মহামারী পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মতো আসন্ন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২১ এর নির্বাচন অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন শিক্ষক।
এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আসন্ন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২১ এর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ও প্রক্রিয়াকে সাধুবাদ জানাই। কিন্তু সাম্প্রতিক সময়ে যেহেতু দেশব্যাপী কোভিড ১৯ এর সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে, সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঝুঁকিপূর্ণ কিনা সেটা বিবেচনার দাবি রাখে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন অতিসম্প্রতি চিঠির মাধ্যমে করোনাকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠান না করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছে যা যুক্তিসঙ্গত ও অত্যন্ত সময়োপযোগী।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই মতামতের সাথে সহমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম