সোনার দাম প্রায় পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই। তবে তাতে কি যায় আসে। সোনাপ্রেমী ভারতের এক ভদ্রলোক বানিয়ে ফেলেছেন সোনার মাস্ক। যার দাম তিন লক্ষ টাকা। ভারতের পুনে জেলার পিম্পরি চিনচওয়াড় এলাকার বাসিন্দা শঙ্কর কুরাদে নিজের জন্য একটি সোনার মাস্ক তৈরি করেছেন। দিব্যি সেটি পরেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।
কুরাদে বলছেন, ২ লাখ ৮৯ হাজার টাকা খরচ হয়েছে তাঁর এই মাস্ক বানাতে। খুব পাতলা পাতলা সোনার পাত দিয়ে স্তর বানানো হয়েছে মাস্কে। পরতে কোনও অসুবিধাই হয় না। রয়েছে শ্বাস নেওয়ার জন্য সূ² ছিদ্র। তবে নিজেই জানাচ্ছেন, এই মাস্ক আদৌও কার্যকরী কিনা তা জানেন না তিনি।
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তিকে রুপোর তৈরি মাস্ক পরতে দেখে সোনা দিয়ে সেটি তৈরি করার পরিকল্পনা করেন তিনি। সাড়ে পাঁচ পাউন্ড সোনা রয়েছে এই সোনার মাস্কের মধ্যে।
খুলনা গেজেট/এনআইআর