করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে এক নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) বেলা দেড়টা থেকে রাত পৌনে ৯ টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গ গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে নাজির উদ্দিীন (৬৫), দেবাহাট উপজেলার আশকারপুর গ্রামের দাউদ আলীর স্ত্রী সাহিদা খাতুন (৫) ও পাটকেলঘাটা থনার চৌগাচা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান(৭৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুন বেলা পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গ গ্রামের নাজির উদ্দিীন সামেক হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে দেবাহাট উপজেলার আশকারপুর গ্রামের দাউদ আলীর স্ত্রী সাহিদা খাতুন শনিবার (১৯ জুন) বিকাল ৪ টা ৫০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বেলা ৫টা ৪২ মিনিটের তিনি মারা যান।
অপরদিকে একই ধরনের উপসর্গ নিয়ে গত ১৮ জুন রাত ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন পাটকেলঘাটা থনার চৌগাচা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান। সেখানে চিকৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) রাত ৮টা ৪৮ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
এনিয়ে গত ১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট ২৭১ জন এবং করোনা আক্রান্ত মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, বৃষ্টির মধ্যে চলছে তৃতীয় দফা লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে মানুষ হাট বাজারে ভিড় করছেন। স্বাস্থ্যবিধি কিছুতেই মানতে চাচ্ছেন না। যদিও পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
অপরদিকে, জেলায় ৪৩ জন করোনা আক্রান্ত রুগী মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮২১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিভিন্ন বেসরকারী হাসপাতাল, নিজ নিজ বাড়ি ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চিৎিসাধীন রয়েছেন। জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ৭৯৮জন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেলে ২৮ জনের করোনা টেষ্টে ১৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৫০শতাংশ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই