খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

যশোরে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, হাসপাতালের রেডজোনে বৃহস্পতিবার ভর্তি রয়েছেন ৯৮ জন ও ইয়েলোজোনে ৩৩। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছেন ৫ ও ইয়েলোজোনে ২১ জন।

যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, খুলনা মেডিকেল কলেজসহ তিনটি প্রতিষ্ঠানে ৬১৯টি নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৩৬ শতাংশ।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!