করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সর্বেশেষ খবর অনুযায়ী বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩ হাজার মানুষের। আর আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টা পর্যন্ত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬৭ লাখ ৯ হাজার ৫৭০ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ লাখ ৩ হাজার ৭৮০ জনের।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯২১ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৩৩ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ২২ হাজার ২৩১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৪৮ জনের।
খুলনা গেজেট / এমএম