খুলনা, বাংলাদেশ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২২ মে, ২০২৪

Breaking News

করোনায় কেড়ে নিল ৭ লাখ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী করোনায় নাকাল গোটা বিশ্ব। এখনও পর্যন্ত সফল ও কার্যকরী কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বজুড়ে করোনায় কেড়ে নিয়েছে ৭ লাখ মানুষের প্রাণ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টা ১৩ মিনিটে বৈশ্বিক এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ায় ৭ লাখ ২৫৪ জনে।

আর রাত ১২ টা ২০ মিনিট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৮৫ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬০ লাখ ৯২ হাজারের বেশি চিকিৎসাধীন এবং ৬৫ হাজারের বেশী রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ১৭ লাখ ৮৬ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ২৩৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৯১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৪৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫০তম দিনে মঙ্গলবার কোভিড-১৯ রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!