প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়া ও রাজনীতিক গবেষক বীর মুক্তিযোদ্ধা আশরাফ-উল-আলম টুটু স্মরণে সভা করেছে মৈত্রীর বন্ধন (ছাত্র মৈত্রীর সাবেক নেতাকর্মীদের ফোরাম)। শুক্রবার (১২ ফেব্রæয়ারি) বিকালে খুলনার বিএমএ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র মৈত্রীর সাবেক নেতা গাজী ওয়াহিদুজ্জামান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট জেলাপরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহম্মদ মোড়ল, ডা. আশরাফ আলী, শাহীন জামান পন, শাহিনুর রহমান, মনিরুল হক বাচ্চু, নাজমুল আযম ডেভিড, শেখ আবিদ হোসেন, হাসান গাজী, কাজী গোলাম সরোয়ার, আনোয়ার উস সালেহ, মিজানুর রহমান লিখন,এস এম ইকবাল প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড হাফিজুরর হমান ও আশরাফউল আলম টুটু আজীবন সমাজ মুক্তির স্বপ্ন দেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন। তাঁদের মুত্যু প্রগতিশীল আন্দোলনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের শারীরিক মৃত্যু হলে ও গণমানুষের মাঝে বেঁচে থাকবেন। শুধু স্মরণনয়, তাদের সমাজ মুক্তির আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে।
খুলনা গেজেট/ টি আই