শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ে আজীবন বিপ্লবী কমরেড মোসারফ খলিফা স্মরণে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় দৌলতপুর থানাধীন বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহÑএমপি।
পাটির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর পার্টির নেতা কমরেড অজয় দে’র সঞ্চালনায় জাতীয় সঙ্গীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সঙ্গীতের মাধ্যমে শোকসভা শুরু হয়। শুরুতে ১ মিনিট নিরবতা পালনের পর মোসারফ খলিফার প্রতিকৃতিতে পার্টির কেন্দ্র কমিটি, জেলা ও মহানগর কমিটি, অলোক স্মৃতি পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণশিল্পী সংস্থা, ঘাতক-দালাল নির্মুল কমিটি, দৌলতপুর কলা কেন্দ্র, জাতীয় কৃষক সমিতি, শ্রমিক ফেডারেশন, নারীমুক্তি সংসদ, যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সিপিবি নেতা পূর্ণেন্দু দে বুবাই, ’৭১ ঘাতক-দালাল নির্মুল কমিটির দৌলতপুর শাখা সদস্য সচিব শাহীন জামাল পন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, অলোক স্মৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মাধব রুদ্র, দৌলতপুর কলা কেন্দ্রের প্রতিনিধি এম নুরুল ইসলাম নুরু, পাটকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান, গণশিল্পী সংস্থার ফারুক হোসেন, ওয়ার্কার্স পার্টির দিঘলিয়া সম্পাদক হোসেন আলী, খানজাহান আলী সম্পাদক আঃ সাত্তার মোল্লা, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, জাতীয় শ্রমিক ফেডারশন নেতা আমিরুল সরদার, নারীমুক্তি সংসদের লাকী বেগম, যুব মৈত্রীর প্রভাষক গৌতম কু-ু, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থনীতি সমিতির কেন্দ্র প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড মোসারফ খলিফা শোষণমুক্তি লড়াইয়ে চিরস্মরণীয় থাকবেন। তিনি পার্টির একজন নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আন্দোলনের সামনের কাতারে ছিলেন। ভোগ-বিলাসের লোভের বশবর্তী হয়ে তিনি কখনও আত্মসমর্পণ করেননি।
শোকসভায় মোসারফ খলিফার জীবন বৃত্তান্ত পাঠ করেন হিমাংশু বিশ্বাস এবং প্রধান অতিথি মোসারফ খলিফার পুত্র রিয়াদের নিকট প্রতিকৃতিসহ শোক বার্তা হস্তান্তর করেন।
খুলনা গেজেট/কেডি