সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন গাবুরা এলকায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ অগষ্ট) বিকালে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, খুলনার পাইকগাছার সোলাইমান সরদারের ছেলে বেলাল সরদার, একই এলাকার সাহাদাত ফকিরের ছেলে মেসলা ফকির ও শুকুর মোড়লের ছেলে হাবিবুর রহমান মোড়ল।
জানা যায়, সরকারিভাবে নদ-নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ থাকা স্বত্বেও বেলাল সরদার, মেসলা ফকির ও হাবিবুর রহমান শুক্রবার সকাল থেকে শ্যামনগর উপজেলাধীন গাবুরা এলকায় কপোতাক্ষ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কার্গো ভেসেলে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি জানতে পেরে গাবুরা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে গাবুরা এলাকায় কপোতাক্ষ নদ থেকে ড্রেজার মেশিন ও কার্গো ভেসেলসহ বেলাল সরদার, মেসলা ফকির ও হাবিবুর রহমানকে আটক করে।
পরে বিকেলে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে তিনজনকে এক লক্ষ টাকা জরিমান করেন।
বুড়িগোয়ালিনী নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ জরিমানা ও মুচলেকা দিয়ে এযাত্রা তারা রেহাই পেয়েছেন।
খুলনা গেজেট/ টি আই