খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

কপোতাক্ষের ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছার শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার্থে কপোতাক্ষের ভাঙ্গন পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর জেলা নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যাণার্জী। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে তার সাথে ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।

ঝিকরগাছার তিনটি সরকারি প্রতিষ্ঠান এর মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি ডাকঘর কপোতাক্ষের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের শহীদ মিনারসহ অন্যান্য স্থাপনা পড়েছে চরম ঝুঁকির মুখে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯২২সালে প্রতিষ্ঠিত। গেল বর্ষা মৌসুমে উজানের পানির অব্যাহত চাপে তীরবর্তী এই বিদ্যালয়ের মূল সীমানায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। অনেকটা অংশজুড়ে বিদ্যালয়ের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্রমান্বয়ে এই অব্যাহত ভাঙ্গন বিদ্যালয়ের একাডেমিক ভবন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘরসহ অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের শহীদ মিনারের একটি বড় অংশে মারাত্মক ফাটল দেখা গেছে। এটি যেকোন সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এই ব্যাপারে কয়েকটি পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে, শুক্রবার সারেজমিন বিদ্যালয়টি পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা পলাশ কুমার ব্যাণার্জী। তিনি ফিতা দিয়ে মাপযোগ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণসহ এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

বিদ্যালয়টির ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, নদের বিভিন্ন স্থান থেকে একশ্রেণীর স্বার্থাম্বেষী মহল বালু উত্তোলন করে থাকে। ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এধরনের কর্যক্রমে কেউ লিপ্ত থাকলে তাদেরকে চিহ্নিত করে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী ও এলাকার সচেতন অভিভাবকমহল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!