খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

কপিলমুনির সেই ইউপি সচিবের বদলি আদেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের আলোচিত সচিব গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: ইউসুপ আলী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে (স্মারক নং- ৪৬।৪৪।৪৭০০।০২৪।১৯।০০১।২৫।২৭)।

জানা গেছে, প্রশাসনিক কারণে কপিলমুনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদ ও পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাভেদ ইকবালকে কপিলমুনিতে বদলি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বদলিকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ ৩০ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

উল্লেখ্য, ইউপি সদস্য ও সেবা গ্রহিতাদের সাথে অসদাচারণ এবং পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ গণি গাজীর বিরুদ্ধে এলাকাবাসী গত ১৪ জানুয়ারি মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধনে সচিবের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এর আগে পরিষদের ১০ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!