খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
খুলনা লকডাউনের দ্বিতীয় দিন

কদমতলায় কর্মব্যস্ত আড়ত : নেই স্বাস্থ্যবিধির বালাই

নিজস্ব প্রতিবেদক

কদমতলা বাজার নগরীর অন্যতম বৃহৎ মৌসুমী ফলের আড়ৎ। রাত-দিন সমান তালে এখানকার আড়তে চলে কর্মযজ্ঞ। এ আড়ৎ থেকেই সরবরাহ করা হয় গোটা খুলনার মৌসুমি ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ‌্য। লকডাউন, ঝড়, বন্যা, দূর্যোগ কোন কিছুতেই তাদের থামাতে পারে না।

সরেজমিনে আজ মঙ্গলবার দুপুরে কদমতলা যে‌য়ে দেখা ‌গেল, কোনো স্বাস্থ্যবিধি না মেনেই তারা তরমুজ, কলা সহ বি‌ভিন্ন ফলের ট্রাক থে‌কে লোড আন‌ লোড হ‌চ্ছে। ব্যস্ত সময়ে ঘর্মাক্ত শ্রমিকদের কথা বলার সময় নেই। আড়ৎ মালিকগণও সাথে আছেন ।
ট্রাক আনলোডে ব্যস্ত শ্রমিকরা জানান, “করোনা লকডাউন কি এসব আমরা বুঝি না, বুঝতে চাইও না। পেটে ভাত না থাকলে কি সরকার ভাত দিয়ে যাবে।”

তারা আরও জানান, আমাদের কাছে সময়মতো মাল পৌঁছানোটাই বড় ব্যাপার। সবসময়ই ব্যস্ত থাকতে হয় তাদের। আর তাদের কর্মযজ্ঞেই খুলনা শহরের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে মৌসুমী ফল তরমুজ ছাড়াও কলা, পিঁয়াজ, আলু, রসুনসহ নানা কাঁচামাল।

আড়ৎ মালিকরা জানান, “ফল কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস লকডাউনের আওতায় পড়ে না। তাই আমরা আমাদের কোন কার্যক্রম বন্ধ রাখি না।”

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!