বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার ২০২১-২২ সেশনের সম্মেলন ও নতুন কমিটি গঠন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী।
তিনি তার বক্তব্যে বলেন, ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, নবীগণের রেখে যাওয়া দ্বীন ও ইসলামের সকল শাখা সমূহের পূর্ণাঙ্গ জিম্মাদারি পালন করতে হবে। বিশেষত ইসলামি হুকুমত, ইসলামি সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন, ইসলামি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে সমাজে জীবন যাপন করবে, ইনসাফ প্রতিষ্ঠা ও হক্ব পক্ষে কাজ করা এবং বাতিলের মূলোৎপাটন আমাদের লক্ষ্য।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় সৈয়দ ফজলুল করীম রহঃ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ নূরী, আল্লামা রফিকুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মুফতী মাহবুবুর রহমান, শেখ মোঃ নাসির উদ্দীন, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতী রশিদ আহমাদ।।
উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মুফতী আব্দুর রহিম, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী আব্দুর শাকুর, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মুফতী ফখরুল হাসান কাসেমী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন আজহার, মাওলানা হাফিজুর রহমান, মুফতী জাকির হুসাইন, মুফতী সরোয়ার হুসাইন, মুফতী আমানুল্লাহ, মাওলানা মারুফ বিল্লাহ, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা নাসির উদ্দীন আহসান, মুফতী আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আওসাফুর রহমান, মুফতী মাহমুদুল হাসান, মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম সহ নগর ও থানা প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মহানগর সভাপতি হিসাবে মুফতী গোলামুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ এবং জেলা সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতী শেখ আমীরুল ইসলাম নাম ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/কেএম