যশোরের মণিহার সিনেমা হল এখন সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরো একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ হলটি। দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে সিনেমা প্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মনিহার আনলো নতুনত্ব।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০টায় মণিহার সিনেমা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন এস ইসলাম এন্ড সন্স এর পরিচালক নেহাল নাদির। এসময় উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু। উপস্থিত ছিলেন হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা।
প্রথম দিনে সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট সর্বশেষ আধুনিক প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা। যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের সিনেপ্লেক্সের ছোঁয়া।
খুলনা গেজেট/এএজে