খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে খাবারের সাথে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৮ টায় তিনটি উন্নত জাতের দুগ্ধজাত গাভী হত্যা করেছে। ভুক্তভোগী ভগিরথ বিশ্বাস এ ব্যপারে রূপসা থানায় ৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধার পরে তিনটি গাভী গোয়ালে বাধা ছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে বাড়ীতে অন্ধকার নেমে আসে। এ সুযোগে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা গোয়ালে ঢুকে গাভীগুলিকে কলার সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে। বড় আকৃতির গাভী দুটি আট মাসের গর্ভবতী ছিল। গর্ভবতী গাভী পেটে থাকা বাচ্চা অর্ধেকটা বেড়িয়ে আসে।
এ ব্যাপারে ভগিরথ বিশ্বাস বলেন, গাভীর দুধ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ যোগাই। বিষ মিশ্রিত খাবার দিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার গাভীগুলো মেরে ফেলেছে।
খুলনা গেজেট/ টি আই