সাবেক আওয়ামী লীগ নেতা এস এম এ রবের শাহাদাৎ বার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় বসুপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নির্বাচিত সকল কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।
খুলনা গেজেট/ এস আই