আজকের কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাচ্চু স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, যুদ্ধের মূল অধিনায়ক মরহুম লে: গাজী রহমত উল্লাহ দাদুর নির্দেশে পাইকগাছা গোডাউনের কাছে সহযোদ্ধাদের নিয়ে ডিসেম্বরের প্রথমদিকে অবস্থান নেই। ৮ ডিসেম্বর ৩০ জন যোদ্ধাদের নিয়ে পাইকগাছা গোডাউন এলাকা থেকে কপিলমুনি যুদ্ধে অংশ নেন।
এ যুদ্ধের অন্যান্য অধিনায়করা হচ্ছেন, স ম বাবর আলী, আবুল কালাম আজাদ, গাজী রফিকুল ইসলাম প্রমুখ। তিনি বলেন, মসজিদের কাছ থেকে আমরা ফায়ার করে রাজাকারদের দুর্বল করার চেষ্টা করি। এসএলআর দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করি। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার পরিচয় দেয়। ৯ ডিসেম্বর রাজাকাররা আত্মসমর্পণ করে। শ-শ জনতা জয় বাংলা শ্লোগান দিয়ে আত্মসমর্পনস্থলে সমবেত হয়। এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বড় সাফল্য কপিলমুনি রাজাকার ক্যাম্প দখল।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে চারটায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানমালা শুরু হয়েছে। মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ অবস্থান নিয়েছেন।
খুলনা গেজেট/এ হোসেন