খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

এসআই স্ত্রীকে ছুরিকাঘাত করা আলোচিত ওসি কামরুজ্জামান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এসআই স্ত্রীকে ছুরিকাঘাত করা আলোচিত সেই ওসিকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ ও অসদাচরনের অভিযোগে পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

৩১ ডিসেম্বর এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত (স্বারকে নং-৪.০১.০০০০.০১২.২৭.৩৫৪.২২/২২৮০/১(১১) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইতে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক কামরুজ্জামান গত শুক্রবার রাতে তার স্ত্রী যশোর সদর জুডিশিয়াল আদালতের জিআরও এসআই শাহাজাদি আক্তারকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। তিনি এখনও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহলে পৌছালে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভূক্তভোগী যশোর সদর আদালতের জিআরও এসআই শাহাজাদি আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!