খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

এলপিএলে সাকিব ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স

গেজেট ডেস্ক

এলপিএলে সাকিব আল হাসান ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের আলো ছড়ানো ম্যাচে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে তার দল গল টাইটানস পেয়েছে ৮৩ রানের জয়।

মঙ্গলবার (১ আগস্ট) লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলে গল। জবাবে ক্যান্ডি অলআউট হয় ১৭.১ ওভারে ৯৭ রানে। ব্যাট হাতে সাকিব করেন ২১ বলে ৩০ রান এবং বল হাতে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ব্যাটিংয়ে গল টাইটানস যখন ধুঁকছিল (৯.২ ওভারে ৬০ রান তুলতে তারা হারায় ৩ উইকেট), তখনই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। টিম সাইফার্টের সঙ্গে গড়ে বসেন ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। রানআউটের ফাঁদে পড়ে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান। কিউই ব্যাটসম্যান সাইফার্ট করেন ৩৯ বলে ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৭৪ রান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে।

বল হাতেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন দারুণ। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে বিপদজনক আসিফ আলীর উইকেটও ছিল। বি-লাভ ক্যান্ডির ইনিংস থামে একশ’র আগে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!