খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও শরীফা প্রিন্টার্স এন্ড প্যাকেজার্স (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড. মোঃ রেজওয়ান আলী সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২০ আগস্ট তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন।
১৯২৬ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং এলএলবি ডিগ্রী লাভ করেন তিনি। ১৯৬৫ সালে খুলনা বারে যোগদান করার পর ১৯৮৬ সালে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন খ্যাতনামা এই আইনজীবী।
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মরহুম এড. মোঃ রেজওয়ান আলী সাহেবের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
খুলনা গেজেট/এনএম