খুলনার প্রবীন আইনজীবী এ্যাড. মোস্তফা ইউনুস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। শনিবার (১৪ আগস্ট) প্রদত্ত শোকবার্তায় বিএনপি খুলনার নেতৃবৃন্দ বলেন, আইন পেশায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন বড় মাপের আইনজ্ঞ হিসেবে অবিহিত করে তার আইন পেশায় কর্তব্য নিষ্ঠা, সততা, পরমত সহিষ্ণুতা ও সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য এ্যাড. মোস্তফা ছিলেন দলমতের উর্ধ্বে। বিচারালয় অঙ্গণে সকল বিতর্কের উর্ধ্বে থেকে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার গৌরবজ্জ্বল ভুমিকা খুলনাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে দীর্ঘকাল। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনা গেজেট/এএ