একযুগ পলাতক থাকার পর অবশেষে আটক হয়েছেন সাজাপ্রাপ্ত আসামি হাফেজ ওলিয়ার রহমান। তিনি টাকা আত্মসাৎ ও চেক ডিজঅনার মামলার আসামি। তিনি ঝিকরগাছার শিওরদা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।ডিআইজির নির্দেশনায় ঝিকরগাছা থানা পুলিশ ৩০ ডিসেম্বর রাতে তাকে খুলনা থেকে আটক করেছে।
থানা সূত্র জানায়, ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া ২০১২ সালে দুটি মামলা দায়ের করেন হাফেজ ওলিয়ার রহমানের বিরুদ্ধে। এর একটি হচ্ছে টাকা আত্মসাৎ ও অপরটি চেক ডিজঅনার। এ মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ২০১৪ এবং ২০১৭ সালে ওই মামলা দুটির রায় ঘোষণা করা হয়। রায়ের পর থেকে অভিযুক্ত আসামি ওলিয়ার পলাতক থাকেন। এরপর সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফেজ ওলিয়ার রহমানকে আটকের জন্য যশোর আদালত থেকে সি.আর/এস.আর ১২৯/১৩-১৩০/১৩ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। যা ঝিকরগাছা থানায় পাঠানো হলেও তিনি আটক হন না। বিষয়টি ঝিকরগাছা থানার ওসির কাছে লিখিতভাবে জানালেও আটক না হওয়ায় ডিআইজির কাছে অভিযোগ করেন হানিফ ডাকুয়া। এরপর ৩০ ডিসেম্বর আটক করা হয় হাফেজ ওলিয়ার রহমানকে।
খুলনা গেজেট/এনএম