ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে ওই মোটরসাইকেল নিয়ে ফেরার পথে বালুবাহী ট্রলির ধাক্কায় মারা গেলেন আলী আকবার (১৮) নামে এক যুবক। সোমবার (২৭ জানুয়ারী) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় ৩০ মিনিটের ব্যবধানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এর আগে দুর্ঘটনায় আহতরা হলেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল গফফার ঢালীর ছেলে আব্দুর রহমান ওরফে আসমত (৩০) ও তার স্ত্রী শিরিনা পারভীন (২৪)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহমান তার স্ত্রী শিরিনা পারভীনকে নিয়ে সোমবার সকালে মোটরসাইকেলে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতি কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তারা গুরুতর আহত হন।
এসম দুইজনকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর দুর্ঘটনায় আহত আব্দুর রহমানের মোটরসাইকেল নিয়ে তার আত্মীয় ভাটাশ্রমিক আলী আকবর বাড়িতে ফিরছিলেন। বেলা ১১টার দিকে পূর্বের দুর্ঘটনাস্থল থেকে ৫শ’ মিটার দূরে কালিকাপুর সবুজ সংঘের সামনে পৌঁছালে একটি বালুবাহী ট্রলি আলী আকবারকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয় জনতা বালুবাহী ট্রলি ও এর চালক উপজেলার চৌধুরীআটি গ্রামের আনসার আলীর ছেলে আনিসুর রহমানকে আটক করে পুলিশের সোপর্দ করে।
আহত আব্দুর রহমান ও তার স্ত্রী বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টিএ