খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ
  সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
  টানা তৃতীয় দিন চলছে কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন, জুমার পর গণঅনশন
  নাকবা দিবসে ইসরায়েলের হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত

এএফপির ৫ তরুণ ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি তাওহীদ

ক্রীড়া প্রতিবেদক

আসছে বৃহস্পতিবার ভারতে শুরুতে হতে যাচ্ছে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। বিশাল এই আয়োজন মাঠে গড়ানোর আগে বিভিন্ন জরিপ, মতামত, ভবিষ্যৎ বাণী করা হচ্ছে। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি এবার নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। বিশ্বখ্যাত এই গণমাধ্যমটির মতে, আসন্ন বিশ্বকাপে নজর কাড়তে যাচ্ছেন এই পাঁচ তরুণ ক্রিকেটার। আর সেই তালিকায় রাখা হয়েছে বাংলাদেশি তাওহীদ হৃদয়কে।

অভিষেকের বেশি দিন হয়নি, তবে ইতোমধ্যে হৃদয় বাংলাদেশের ক্রিকেটের এক বড় তারকা। এখন পর্যন্ত যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট খেলেছেন, সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নের অন্যতম সারথি।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হৃদয় বিশ্বকাপে নজর কাড়তে পারেন, মনে করছে এএফপি। তাদের প্রতিবেদনে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে— ‘হৃদয়ের অনেক সম্ভাবনা ও শেখার ইচ্ছা আছে।’

পাঁচজনের সংক্ষিপ্ত এ তালিকায় আছেন আফগানিস্তানের নূর আহমেদ, যিনি এবারের বিশ্বকাপের কনিষ্ঠ খেলোয়াড়দের একজন। মাত্র ১৪ বছর বয়সে যুবদলে খেলা নূর খেলেছেন আইপিএলেও। আরেক আফগান লেগি, যিনি আবার নূরের আইডল, সেই রশিদ খান নূরকে মূল্যায়ন করে বলেছেন— ‘বাচ্চা ছেলেটা শুধু শিখতে চায়। এটা আফগান ক্রিকেটের জন্য বড় খবর।’

শ্রীলংকার বিচিত্র বোলিং অ্যাকশনের পেসার মাথিশা পাথিরানাও এই পাঁচ তরুণের একজন। তার বোলিং অ্যাকশন অনেকটা লংকান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো বলে কেউ কেউ পাথিরানাকে ডাকেন বেবি মালিঙ্গা বলে। তার সঙ্গে কিছু দিন কাজ করেছেন মালিঙ্গা নিজেও। তিনি জানান, ‘সে খুব দ্রুত তথ্যগ্রহণ করে তা ম্যাচে প্রয়োগ করতে পারে, এর পর তা নিজের মতো করে।’

ইংল্যান্ডের গুস অ্যাটকিনসনকেও নজরে রেখেছে ফরাসি বার্তা সংস্থাটি। জফরা আর্চারের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ২৫ বছর বয়সি এই পেসার এখন পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি ম্যাচ, তবে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করতে পারেন বলে তাকে নিয়ে আছে বিশেষ মাতামাতি।

এ ছাড়া ২০১১ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডসের তেজা নিদামানুরাকে রাখা হয়েছে পাঁচজনের তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তেজার ৭৬ বলে গড়া ১১১ রানের ইনিংসের কথা বিশেষভাবে উল্লেখ করেছে এএফপি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!