খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

এইচডব্লিউএ’র আহবায়ক আইউব সদস্য সচিব আরিফ

নিজস্ব প্রতিবেদক

‘জনকল্যাণে নিয়োজিত’ স্লোগানে খুলনা কয়রার মানুষদের নিয়ে গঠিত হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এইচডব্লিউএ)’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব। সদস্য সচিব হয়েছেন নাভানা ফার্মাসিউটিক্যালস খুলনার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আরিফুর রহমান।

যুগ্ম আহবায়ক হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল ও প্রগতি ফিস লিমিটেড খুলনার ব্যবস্থাপক মহসিন রেজা।

এছাড়া কার্যকরী সদস্যের সাতটি পদের মধ্যে চারটিতে মনোনীত হয়েছেন মহেশ্বরীপুর ইউনিয়ন থেকে বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবুল বাশার ও বাংলাদেশ কমার্স ব্যাংক যশোর শাখার ম্যানেজার নাজমুল করিম, আমাদী ইউনিয়ন থেকে বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা ও বাগালী ইউনিয়ন থেকে অগ্রণী ব্যাংক ফরিদপুরের চরভদ্রাসন শাখার সিনিয়র অফিসার রবিউল ইসলাম। কার্যকরী সদস্যের বাকি তিনটি পদ মহারাজপুর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের আগে সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবকল্যাণে নিয়োজিত এই সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মোস্তফা কামাল। আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে আহবায়ক কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটি গঠনের পর আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!