ডুমুরিয়ায় রাব্বি হাসান নামে এক কিশোরের ইঞ্জিনচালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ওই কিশোর। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা গার্লস স্কুলের সামনে যাত্রীবেশে দু’জন চোর তার ভ্যান চুরি করে পালিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে যাত্রীদের অনুরোধে ভ্যান থামিয়ে দোকানে পান আনতে যায় রাব্বি। এ সময়ে ভ্যান নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী চোর। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোর রাব্বি। তার এই অবস্থা দেখে চারপাশে জড়ো হয় স্থানীয়রা। কিন্তু কারো আশ্বাসেই থামছে না রাব্বির কান্না।
বাব্বি জানায়, ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের আজাদ আলী গাজীর ছেলে সে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । বাবা হৃদ রোগে আক্রান্ত হওয়ায় ভ্যান চালাতে পারেননা। সংসারের উপার্জনের স্বার্থে সে ভ্যানটি নিয়ে রাস্তায় নামে।
রাব্বি আরও জানায়, খর্ণিয়া বাজার হতে ৩ জন যাত্রী নিয়ে ডুমুরিয়া সদরের দিকে যাত্রা করে। প্রথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যান থেকে একজন যাত্রী নেমে যান। বাকী ২ জন যাত্রীকে নিয়ে সে ডুমুরিয়া গার্লস স্কুলের সামনে আসে। এ সময়ে যাত্রীদের একজনের অনুরোধে দোকানে পান আনতে যায়। সরল বিশ্বাসে ভ্যানটি রেখে দোকানে যায় রাব্বি। পান নিয়ে ফিরে এসে দেখে যাত্রীসহ তার ভ্যানটি সেখান থেকে উধাও।
তার কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
খুলনা গেজেট/এসজেড