খুলনার দিঘলিয়া (দঃ) পাড়া ফোরকানিয়া ও নূরানী তালিম-উল কোরআন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে টুপি, মাস্ক, শীতবস্ত্রসহ অন্যান্য সামগ্রী উপহার দেন সৌদি প্রবাসী মোঃ আশরাফ আলী শেখ।
মাদ্রাসা প্রাঙ্গণে মোঃ আশরাফ আলী শেখের পক্ষে ৩ ফেব্রুয়ারী সকালে উপরোক্ত সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট জুট মিলস লিঃ এর প্রাক্তন ব্যবস্থাপক (উৎপাদন) বিশ্বাস গোলাম কুদ্দুস, মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া বিশ্বাস পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি বিশ্বাস আব্দুল হাই, জামান জুট মিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ রিপন মোল্যা, ইস্টার্ন জুট মিলের সিবিএ নেতা মোঃ শামীমুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আকতার হোসেন, সৌদি প্রবাসী মোঃ আশরাফ আলী শেখের ভাই মোঃ শাহাদাত শেখ, মোঃ ইসারাত শেখ, মোঃ মুরাদ শেখ, আশরাফ আলী শেখের স্ত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীরা সৌদি প্রবাসীর এ সকল উপহার সামগ্রী পেয়ে ভীষণ উৎফুল্লতা প্রকাশ করে।
সৌদি প্রবাসী মোঃ আশরাফ আলী শেখ প্রায়ইশঃ তার নিজ জন্মভূমি দিঘলিয়া গ্রামের বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিয়ে থাকেন। তিনি সমাজের বিত্তবানদের এ জাতীয় মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।