শিক্ষা-গবেষণা সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে যাঁরা নিরবে অবদান রেখে চলেছেন এমন বিশিষ্টজনদের উপস্থিতিতে এক আলোচনা সভা আজ শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অনলাইন পোর্টাল খুলনা গেজেট অফিসে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন এনইউবিটি খুলনার ডিন প্রফেসর আনোয়ার এইচ জোয়ার্দার, আইনজীবী আব্দুস সাত্তার, ড. খ. ম. রেজাউল করিম, সামাজিক সংগঠন সোনামুখ-এর প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ ও সরকারি জয় বাংলা কলেজের সহকারি অধ্যাপক মহসিন মিয়া।
সভায় বক্তারা ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থটি সম্পাদনা করায় গণমাধ্যমসেবী গাজী আলাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়ে বলেন, পদ্মা সেতুর আর্থ সামাজিক প্রভাব নিয়ে প্রকাশিত এটাই প্রথম বই। স্বপ্নের এই সেতু নিয়ে ভবিষ্যতে গবেষণার উপকরণ হিসেবে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণ করতে না পারলে জন্মের স্বার্থকতা থাকে না। সমাজের বিভিন্ন সমস্যার পেছনের কারণ উদঘাটন করতে হবে। বক্তারা সমাজের অসহায় দুঃখি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার শুরুতে বিশিষ্টজনদের হাতে সদ্য প্রকাশিত ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থটি তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ।