খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দুর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

উত্তাপহীন ম্যাচে দিল্লিকে হারিয়ে ফাইনালে মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

উত্তাপহীন ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরের ফাইনাল নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে হেরে আমন্ত্রণ পায় ব্যাটিংয়ের।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। রবিচন্দ্রন অশ্বিনের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন কুইন্টন ডি কক ও সূর্য কুমার যাদব। কক ৪০ রানে ফিরলেও যাদব করেন ৫১ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে ঈশান কিষান খেলেন ৩০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে পান্ডিয়ার ১৪ বলে ৩৭ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে বরাবর ২০০ রান তোলে মুম্বাই। দিল্লির হয়ে অশ্বিন নেন ৩ উইকেট আর ১টি উইকেট এনরিচ নর্তজে।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির প্রথম তিন ব্যাটসম্যানকে রানের খাতাই খুলতে দেননি ট্রেন্ট বোল্ট আর জসপ্রিত ভুমরাহ। বোল্ট পৃথ্বী শ্ব আর আজিঙ্কা রাহানের উইকেট নেন প্রথম ওভারেই। পরের ওভারে ভুমরাহ ফেরান শিখর ধাওয়ানকে।

তিন টপ অর্ডারের বিদায়ে দিল্লি হয়তো ভবিষ্যৎ ফেলেছিল শুরুতেই। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ব্যর্থ এদিন। ৮ বলে ১২ রান করে ফেরেন ভুমরার বলে ক্যাচ দিয়ে।

মাঝে দিল্লির ভরসা হয়ে ওঠেন মার্কুস স্টয়নিস আর আক্সার প্যাটেল। স্টোয়নিস রান তুলতে থাকেন দ্রুত। প্যাটেলও ব্যাট চালান সমান তালে। তবে দুর্ভাগ্য দিল্লির, বোল্ড হয়ে স্টোয়নিসকে ফিরতে হয় সেই ভুমরার বলে ৬৫ রান করে। তাতেই শেষ হয়ে যায় দিল্লির জয়ের স্বপ্ন। শেষে প্যাটেলের ৪২ (৩৩) রান শুধু ব্যাবধানটাই কমিয়েছে হারের। জসপ্রিত ভুমরাহ নেন ৪ উইকেট।

কুড়ি ওভার শেষে দিল্লি আঁটকে যায় ৮ উইকেটে ১৪৩ রানে, তাতে ৫৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যায় মুম্বাই ইন্ডিয়ানস।

এই হারে অবশ্য ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি দিল্লির। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে যে দল জিতবে তাদের সঙ্গে খেলতে হবে দিল্লির ক্যাপিটালসের। এই ম্যাচ জিতলে আবারও ফাইনালে দেখা হবে মুম্বাইয়ের সঙ্গে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!