নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলায় খুলনা বিএনপির ৫ নেতা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। রবিবার (৪ ফ্রেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের আগামী ৬ সপ্তাহের জন্য জামিনের আদেশ প্রদান করেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. আল ফয়সাল সিদ্দিকী।
জামিনপ্রাপ্ত নেতারা হলেন, শেখ হেদায়েত হোসেন হেদু, শরিফুল ইসলাম সাগর, শরিফুল ইসলাম বাবু, নুর ইসলাম নুরু ও রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জেলা ও নগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির মিছিলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাঙচুর করে। এঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
২৮ নভেম্বর সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি সফলে অবরোধ ও হরতাল করে খুলনা বিএনপি। এ সময় ভাঙচুর এবং সোনাডাঙ্গায় নাটকীয় গাড়ী পোড়ানোর মামলা করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
৩১ অক্টোবর বিএনপি ডাকা অবরোধের প্রথম দিন খুলনায় পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
-খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/ এএজে