প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে ভোটারদের ভুলে যাননি নগরীর ২৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জিয়াউল হাসান টিটো। ঈদের আগে ওই ওয়ার্ডের ২৮০০ পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি। এর মধ্যে ২৫০০ পরিবারকে ঈদ উপহার হিসেবে একটি করে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে। নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ৩০০ পরিবারকে। এছাড়া ২৮নং ওয়ার্ডের ২২ টি মসজিদ, ৩টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদেরও ঈদ উপহার দেওয়া হয়েছে। দলের নেতাকমীদের জন্যও ছিলো বিশেষ সহযোগিতা।
গত কয়েকদিন ধরে ২৮নং ওয়ার্ডে কাউন্সিলর জিয়াউল হাসান টিটোর পক্ষে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ডি এ বাবুল রানা, সহ-সভাপতি মকবুল হোসেন মিন্টু, সদর থানা সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলর জিয়াউল হাসান টিটো বলেন, অনেকেই বলেন নির্বাচনের পরে জনপ্রতিনিধির খোঁজ থাকে না। আমি এর ব্যতিক্রম করেছি। ভোটের আগেও যেমন ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে ছিলাম। এখনও আরও বেশি করে পাশে থাকার চেষ্টা করছি।-খবরঃ বিজ্ঞপ্তির।
খুলনা গেজেট/এইচ