“মানবিকতায় লায়নিজম একধাপ এগিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের ৫৪ জন গরীব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ঈদের খাদ্য সামগ্রীর এ প্যাকেজ (সেমাই, চিনি, দুধ, চাল, তেল, সাবান) তুলে দেন খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট লায়ন এ্যাডঃ শামীমা সুলতানা শিমু, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট রিজিওন চেয়ারপারসন লায়ন এম এ আউয়াল, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের এডমিস্ট্রেটর লায়ন কাজী রীনা, সদস্য লায়ন ইঞ্জিনিয়ার শাওন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশনে একুশে টিভির বিভাগীয় সমন্বয়কারী মহেন্দ্রনাথ সেন, শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, সৈয়দ সেকেন্দার আলী, জাহিদ হোসেন মিল্টন, জহিরুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক প্রমুখ।
ঈদের আগে এসব খাদ্যসামগ্রী পেয়ে ৫৪ টি পরিবারের সদস্যরা অনেক খুশী হয়েছে।