খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করলে নিজেকে যেমন পরিশুদ্ধ করা যাবে তেমনি সমাজে শান্তি বয়ে নিয়ে আসবে। তাই আমাদেরকে ইসলামের বিধানে জীবন পরিচালনার জন্য সচেষ্ট হতে হবে।
তিনি আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে নিজ খামারস্থ মাদরাসাহ আল মাহাদ আস সালাফীর ২৮ তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন সরদার আব্দুল হামিদ।বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাইবার ট্রাইবুনালের শ্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাড এম এম সাজ্জাদ। মাহফিলে কুরআন ও হাদিস থেকে বয়ান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড.আব্দুল্লাহ ফারুক,সহ সভাপতি ওবায়দুল্লাহ গযনফর,সেক্রেটারী জেনারেল ড.আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হোসাইন,আল মাহাদ আস সালাফী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন,হাফেজ জালাল উদ্দিন মাদানী,আরাফাত বিন রুহুল আমিন মাদানী,মোস্তফা কামাল বিন আকবর আলী।উপস্থিত ছিলেন জুলফিকার আলী,আজগর আলী,আহমাদ আলী,আব্দুল জলিল,ফখরুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/এএ