নগরীর ফজলুল করীম ফাউন্ডেশন অডিটোরিয়ামে শুক্রবার (২৮ মে) সকাল ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগভিত্তিক দায়িত্বশীল তারবিয়াত নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
নগর প্রশিক্ষণ সম্পাদক ডাঃ কে এম আল আমিন এহসানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা, নিয়মনীতি যথার্থ অনুসরণ করা দায়িত্বশীলদের জন্য একান্ত আবশ্যক। যার দ্বারা দক্ষ কর্মী বাহিনী সৃষ্টি হয়। দেশ জাতির এহেন ক্লান্তিজনক অবস্থায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে মানুষের পাশে থাকার আহবান জানানো হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।
খুলনা গেজেট/ এস আই