খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

ইষ্ট বেংগল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পাচ্ছেন খুলনার আসলাম-রুমিসহ দেশের ৪ খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক

আজ ১ আগষ্ট ভারতের জনপ্রিয় ও প্রখ্যাত ফুটবল ক্লাব ইষ্ট বেংগল এর প্রতিষ্ঠাবার্ষিকী। ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে ক্লাবের সাথে জড়িত ছিলেন বা আছেন এমন খ্যাতিমান মানুষদের সংবর্ধনা দিবে।

এই উপলক্ষে বাংলাদেশ থেকে নব্বই দশকের চার জন তারকা ও কিংবদন্তি খেলোয়াড় এবং দুইজন সংগঠককে সংবর্ধনা দেয়া হবে।

এর মধ্যে আবার দুইজন খুলনার কৃতি সন্তান ও খুলনার গর্ব। সেই দুইজন হলো বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ঢাকা আবাহনী, মোহামেডান, বিজেএমসি, ভিক্টোরিয়া ও খুলনা জেলা দলের খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ঢাকার আবাহনী, সাধারণ বীমা ও খুলনা জেলা দলের খেলোয়াড় রুমি রিজভী করিম। অন্য দুই জন খেলোয়াড় হলেন মরহুম মোনায়েম মুন্না ও গাউস।

কলিকাতা থেকে শেখ মোহাম্মদ আসলাম ফোনে জানান, তারা ইতিমধ্যেই কলিকাতায় পৌঁছে গেছেন। মোনায়েম মুন্নার পরিবর্তে তার সহধর্মিণী সংবর্ধনা নিবেন।

শেখ মোহাম্মদ আসলাম ও রুমি রিজভী করিম বাংলাদেশ দলের অনেক জয়ের নায়ক। আসলামের হেড ও দুর পাল্লার শর্ট এবং রুমির বল নিয়ে দ্রুত গতিতে বল নিয়ে ঢুকে গোল করার সামর্থ্য তুলনাহীন।

আসলাম তার এই সংবর্ধনা তার পিতা, খুলনা তথা বাংলাদেশের ফুটবল প্রেমীদের উৎসর্গ করেছেন।

একই সাথে রুমি কানাডা থেকে খুলনা গেজেটকে জানান, তার এই সংবর্ধনা তার পিতা মরহুম প্রফেসর বজলুল করিম এবং খুলনাবাসীর জন্য উৎসর্গ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!