ইটভাটায় রান্নার চাকরির কথা বলে খুলনায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার (১২ ফেব্রুয়ারি) তাকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে নিয়ে আসে তারই গ্রামের ডালিম নামের এক প্রতিবেশি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জিরোপয়েন্টের ফাতেমাবাগ এলাকার একটি বাড়িতে ৪ জন মিলে ওই নারীকে ধর্ষণ করা হয়। সকালে ওই বাড়ি তেকে নারী পালিয়ে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পার্সন ডা. অঞ্জন চক্রবর্তী জানান, ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা যাবে।
ভুক্তভোগীর বরাত দিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা আকবর হোসেন জানান, ইটভাটায় রান্নার চাকরির কথা বলে রবিবার দুপুরে ওই নারীকে খুলনায় নিয়ে আসে ডালিম নামের এক প্রতিবেশি। রাতে খুলনায় পৌঁছে ফাতেমাবাগ এলাকার এক বাড়িতে তাকে রাখা হয়। ভোররাতে ডালিমসহ চারজন তাকে ধর্ষণ করে। সকালে তিনি ওই বাড়ি থেকে পালিয়ে রাস্তায় চলে আসেন। তখন তিনিসহ আরও কয়েকজন মিলে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
ডা. অঞ্জন চক্রবর্তী জানান, হাসপাতালেও ওই নারী একই তথ্য দিয়েছেন।
নগরীর জিরোপয়েন্ট ও ফাতেমাবাগ এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার আওতাধীন। সন্ধ্যা (সোমবার) ৬টার দিকে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ব্যস্ততার কারণে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
খুলনা গেজেট/এইচ এইচ