খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই জাকির গাজী হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছে ওদের অস্ত্র কোথায় আছে? রিমান্ডের মাধ্যমে অস্ত্রের সন্ধান বের করুন। তা না হলে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। তখন এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।
তিনি আরো বলেন, রাজপথ কিভাবে দখলে নিতে হয়, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়। আমাদের সবকিছু জানা আছে। ওদের অস্ত্রের ভান্ডার আপনাদেরকে রিমান্ডের মাধ্যমে বের করতে হবে।
কামরুজ্জামান জামাল শুক্রবার (২৬ আগস্ট) বিকালে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে উপজেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথীর বক্তৃতায় এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, প্রচার সম্পাদক জলিল তালুকদার, সদস্য মাহফুজুর রহমান সোহাগ, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, আওয়ামীলীগ নেতা গাজী আঃ রউফ, মোল্যা আব্দুস সালাম, শেখ আনছার আলী, ওয়াদুদ মোল্যা, শেখ মঞ্জুর হোসেন, শেখ ইখতিয়ার হোসেন, যুবলীগনেতা শেখ ইয়াজুল ইসলাম, শেখ আনিচুর রহমান, ম, কামাল হোসেন, মোঃ আমজাদ হোসেন, শেখ রিয়াজ, গাজী পাভেল, হাসান মাহামুদ রাকিব, গাজী জিয়াউর রহমান দূর্জয়, গাজী মাসুদ রানা, মোঃ হাবিবুর রহমান তারেক, শেখ আল আমিন, গাজী আলী বাকের প্রিন্স, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, খান তহিদুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্যা নাহিদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বারাকপুর বাজার প্রদক্ষিন করে। বিক্ষোভ সমাবেশ শেষে সমাবেশে আগত কর্মীরা লাখোয়াটীর দিকে যাওয়ার সময় প্রতিপক্ষ গ্রুপের বেশ কয়েকটি বাড়ি এবং দোকানপাটে মামলা চালিয়েছে বলে জানা যায়।