খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

আ.লীগ ও বিএনপি আজ আবার মাঠে

গেজেট ডেস্ক

সরকার পতনের এক দফা দাবিতে আজ শুক্রবার জুমার পর রাজধানী ঢাকায় বিশ^ গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। ১২ জুলাই এক দফা ঘোষণার পর এটি হবে তাদের সপ্তম কর্মসূচি।

অন্যদিকে একই দিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনরা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। এ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো তাদের পূর্বনির্ধারিত স্পটে সমাবেশ করবে।

গণফোরামের একাংশ মতিঝিলের আরামবাগে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কারওয়ান বাজার এফডিসি গেট সংলগ্ন কার্যালয়ের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

এর আগে গত শনিবার রাজধানী ঢাকায় গণমিছিল করে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। বরাবরের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা সমাবেশ করে ওইদিন। গত ৬ আগস্ট বিএনপি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করলে সেদিনই আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়।

গত ১২ জুলাই এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল ও কালো পতাকার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এদিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে এই শান্তি সমাবেশের কর্মসূচি আওয়ামী লীগের। দলটির দাবি, বিএনপি যাতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য তারা বিএনপির কর্মসূচির দিন মাঠে থাকছে। আজও সে কারণে শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো এক দফা ঘোষণা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করতে নারাজ। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে নির্বাচনের এক দফা ঘোষণা করেছে তারা। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুই দলের এমন অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে এখনো কোনো তারিখ জানায়নি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!