দিঘলিয়ার আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টায় স্পেনের সেন্ট উনিয়ন এস এ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর, তাঁর এক সহযোগী এবং তাদের এদেশীয় কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেতু এলাকা পরিদর্শন করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার অনুরোধক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের চেষ্টায় স্পেনের তিন সদস্যের এ প্রতিনিধি দল প্রস্তাবিত আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই বাচাইয়ের লক্ষে পরিদর্শনে আসেন। তাঁরা নদীর উভয় পাড়ে সরজমিনে বিভিন্ন তথ্য এবং চিত্র গ্রহণ করেন। সরেজমিনে পরিদর্শনের পূর্বে তাঁরা প্রস্তাবিত আড়ুয়া ফেরিঘাটের জন্য তৈরী করা বিভিন্ন দপ্তর ও সংস্থার কাগজপত্র, নকশা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার দপ্তরের বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন মন্ত্রনালয়ের পত্র, রোড ডিভিশন সংশ্লিষ্টদের পূর্বে এ বিষয়ে প্রস্তুত করা পেপারস দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
এসময় স্পেনের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ সহ উক্ত দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি, মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম ও স্থানীয় রাজনীতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
খুলনা গেজেট/ টি আই