নগরীর আরংঘাটা থানা এলাকার শহীদ ও কহিনুরের মোড়ের মাঝামাঝি সিরাজ গাজীর হোগলাবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(১৯ মে) সকাল ১০ টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন।
আরংঘাটা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে শিল্প পুলিশ ইউনিট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছিল। এসময় শিল্প পুলিশের কয়েকজন কর্মকর্তা জমি মাপার কাজে ব্যস্ত ছিল। একজন পুলিশ সদস্য ওই অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার পরনে নেভিব্লু কালারের গ্যাবাডিং প্যান্ট ও পলোব্রান্ডের একটি টি শার্ট ছিল। লাশটি গত কয়েকদিন আগের। মাথা ও মুখ পচে ফুলে উঠেছে। তাকে চেনা যাচ্ছেনা। তবে তার লাশ শনাক্তকরণের চেষ্টা চলেছে।