সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু হেনা শাকিল আপাতত থানা হেফাজতে রয়েছেন এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
খুলনা গেজেট/ টিএ