সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই চেক বিতরণ আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মোঃ শাহিনুর ইসলাম।
অনুষ্ঠানে ২০১৯ ও ২০ অর্থবছরে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থী ৩২০ জন্য এবং পিছিয়ে পড়া অনগ্রসর শিক্ষার্থী ২৫ জন মিলে সর্বমোট ৩৪৫ জন শিক্ষার্থীকে ছয় মাসের উপবৃত্তির ২০ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
খুলনা গেজেট/এমবিএইচ