আশাশুনিতে কোয়েল পাখি পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকার সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাইকা প্রতিনিধি দেবু বিশ্বাস, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।
খুলনা গেজেট/এমএম