সাতক্ষীরার আশাশুনিতে অনিমেষ মন্ডল নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়ীয়া গ্রামের বাগানের একটি গাছে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সে নিজে আত্মহত্যা করেছেম না তাকে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।
মৃত অনিমেষ মন্ডল (৪৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।
মৃতের পরিবারিক সূত্রে জানা গেছে, অনিমেষ মন্ডল প্রতিদিনের ন্যয় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতের খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান। সকালে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে বাড়ী থেকে একটু দুরে বাগানের একটি গাছে গলায় রশি দিয়ে বাঁধা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ঝুলন্ত অবস্থায় মৃত দেহের গায়ে কাদামাটি লাগানো দেখা গেছে। কয়েকদিন আগে থেকে অনিমেষসহ তার পরিবারের সাথে পার্শ্ববর্তী অন্য একটি পরিবারের বিরোধ চলছিল। এই অবস্থায় আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকায় ব্যপক গুনঞ্জন শুরু হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
খুলনা গেজেট/ টিএ