জমে উঠেছে খুলনা বিভাগীয় একুশে বই মেলা। প্রতিদিন দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। দুর দুরান্ত থেকে বই প্রেমীরা তাদের পছন্দের বইটি কিনতে স্টলগুলোতে ভীড় করছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বই মেলায় গাইডেন্স প্রকাশনীর দু’টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। তরুন উপন্যাসিক আব্দুল্লাহ মামুনের প্রেমের উপন্যাস ‘আলোরেখা’ এবং আসাদুজ্জামান রানার ‘পাতার ভাজে ফুলের সুবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্য সমালোচক ও বেতার ব্যক্তিত্ব অধ্যাপক আজিজুল ইসলাম টিপু, পি ডাব্লিউ ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হেড টিচার্স ফোরাম খুলনার সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, খুলনা বিভাগীয় গ্রন্থাগারের উপ-পরিচালক ও একুশে বই মেলা ২০২৫ এর সদস্য সচিব মোহাম্মাদ হামিদুর রহমান, বাংলাদেশ বেতার খুলনার সাবেক উপস্থাপক আলহাজ্ব হামিদুর রহমান এবং খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান আহমেদুল কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উপন্যাসিক আব্দুল্লাহ মামুন ও আসাদুজ্জামান রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইডেন্স প্রকাশনীর প্রকাশক আরাফাতুজ্জামান আবেশ। তিনি জানান, বই মেলায় ২০ থেকে ৩০ বছরের যুবকদের ভীড় বেশি। এসব ক্রেতাদের পছন্দের বইগুলো হচ্ছে প্রেমের উপন্যাস। এছাড়া এডভেঞ্চার মূলক বই বেশী বিক্রি হচ্ছে। তাছাড়া তরুণ ক্রেতাদের মাঝে ‘৩৬ জুলাই’ এবং ‘ছাত্র-জনতার বিজয়’ গ্রন্থ দুটি বেশ সাড়া ফেলেছে।
মেলায় আসা খুলনা বিএল কলেজের দর্শন বিভগের ছাত্রী জান্নাত আরা সুমাইয়া বলেন, মেলায় এসে খুবই ভালো লাগছে। মেলায় বিভিন্ন ধরণের বই দেখতে পেলাম। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহ মামুনের প্রেমের উপন্যাস ‘আলোরেখা’ বইটি উন্মোচিত হওয়ায় বইটি কিনলাম। এছাড়া আরো কিছু পছন্দের বই কিনবো।
আয়োজকরা জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে খুলনা জেলা প্রশাসেন উদ্যোগে নগরীর বয়রার বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর খুলনা বিভাগীয় বই মেলায় ১০০টি স্টলের মধ্যে ৮৫টি বইয়ের স্টল ও ১৫টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের স্টল রয়েছে। এছাড়া আছে কবি- সাহিত্যিকদের আড্ডাস্থল লেখককুঞ্জ ও সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল রয়েছে।
প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসি ক্যামেরায় নজর রাখার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা গেজেট/ সাগর জাহিদুল